যুক্তরাষ্ট্র
১.২ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিনিয়োগ বিলে সই করলেন বাইডেন

১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের ‘অবকাঠামো বিনিয়োগ বিল’ সইয়ের মাধ্যমে আইনে পরিণত করলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।হোয়াইট হাউস বিলটি স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট জানান- সম্মুখে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র; জীবনমাণ উন্নত হবে মার্কিনীদের। এই তহবিল থেকে, আগামী ৮ বছর সড়ক-মহাসড়ক এবং সেতুর উন্নয়ন ঘটানো হবে।