
নন্দন নিউজ ডেস্ক: জাপানের প্রথমবারের মতো চালকবিহীন বা স্বচালিত বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। বুধবারের ওই যাত্রা প্রত্যক্ষ করতে বিভিন্ন সংবাদমাধ্যমের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি কর্তৃক পরিচালিত ১২ কামরার শিনকানসেন ট্রেনটি স্বয়ংক্রিয় ট্রেন পরিচালনা ব্যবস্থা দিয়ে সজ্জিত। বুধবার মধ্য জাপানের নিইগাতা জেলায় পাঁচ কিলোমিটার প্রসারিত একটি রেল লাইনে ট্রেনটি তিন বার দুই দিকে যাতায়াত করে। পরীক্ষার সময় একজন চালক উপস্থিত থাকলেও তিনি নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনও কিছুতে হাত দেননি। চলাচল শুরু হওয়া থেকে শেষে থেমে যাওয়া পর্যন্ত এবং তার সঙ্গে গতির নিয়ন্ত্রণও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়। পরীক্ষার সময় ট্রেনটি মসৃণভাবে গতি বৃদ্ধি করে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলছিল। জাপানে নিম্ন জন্মের হার এবং সমাজে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে চালকের ঘাটতি দেখা দিতে পারে। এমন উদ্বেগের প্রেক্ষিতে কোম্পানিটি স্বচালিত বুলেট ট্রেন প্রযুক্তি উন্নয়ন করে আসছে।