
ফিফা র্যাংকিংয়ের ৯ স্থানে থাকা মেক্সিকোকে ২-১ গোলে হারিয়েছে কানাডা। এরমাধ্যমে বিশ্বকাপের কোয়ালিফাইং তালিকার শীর্ষ অবস্থানে কানাডা। ৪৫ এবং ৫২ মিনিটে গোল দিয়ে কানাডাকে এগিয়ে নেন সাইল ল্যারিন। শেষ মিনিটে হেক্টর হ্যারিরা এক গোল শোধ করলেও এরপরই শেষ হয় সময়।