
রণক্ষেত্রে পরিণত হয়েছে পোল্যান্ড-বেলারুশ সীমান্তরেখা। অভিবাসনপ্রার্থীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালালে তাদের ওপর চড়াও হয় পোলিশ সীমান্তরক্ষী বাহিনী।মানবস্রোত ঠেকাতে তীব্র ঠাণ্ডার মধ্যেই জলকামান এবং টিয়ারগ্যাস ব্যবহার করে, নিরাপত্তা সদস্যরা। তাদের দিকে পাথর ছোঁড়ে অভিবাসনপ্রার্থীরা। একইসাথে, সীমান্তের কাটাতার অতিক্রমের চেষ্টাও করে তারা।