কানাডা
কানাডায় গেল সেপ্টেম্বরে খুচরা বিক্রয়ের হার ০.৬ শতাংশ কমে ৫৬.৬ বিলিয়ন ডলারে দাড়ায়

কানাডায় গেল সেপ্টেম্বরে খুচরা বিক্রয়ের হার ০.৬ শতাংশ কমে ৫৬.৬ বিলিয়ন ডলারে দাড়ায়। এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে স্ট্যাটিসটিক্স কানাডা। আরও জানায়, ওই সময়ে সেমিকনডাক্টর চিপ স্বল্পতায় গাড়ির উৎপাদন কমে যায়। যা প্রভাব ফেলে সামগ্রিক বিক্রয়ের ওপর। এছাড়া পোষাক খাতেও বিক্রয় কমেছে ৫.৯ শতাংশ।