কানাডা
“আগামী নির্বাচনে লিবারেলদের পরাজিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে’- নেতা এরিন ও’টুলে

কনজারভেটিভ দলের নেতৃত্ব নিয়ে চাপের মধ্যেই দলটির নেতা এরিন ও’টুলে বলেছেন, আগামী নির্বাচনে লিবারেলদের পরাজিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া এক সাক্ষাতকারে ও’টুলে দাবী করেছেন, গেল নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মেজোরিটি সরকার গঠন করতে না পারায় কার্যত পরাজিত হয়েছে লিবারেল দল।