কানাডাযুক্তরাষ্ট্র
বেলারুশ-পন্থী গণতন্ত্রের উকিল কানাডার স্বৈরাচার বিরোধী অবস্থানের প্রশংসা করেছেন

বেলারুশের গণতন্ত্রপন্থীদের আন্দোলনে সমর্থন দেয়ায় কানাডার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে বেলারুশের সাবেক কূটনীতিক সিলভার কাভালেস্কি। এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ব্রিটেন সমর্থন দিলেও সবার আগে বেলারুশের পাশে দাড়িয়েছে কানাডা। গেল বছরের নভেম্বরে বেলারুশে আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন কাভালেস্কি।