
মেক্সিকোর পূর্বাঞ্চলে দু’টি ট্রেইলার ট্রাকের পেছনে লুকিয়ে থাকা অবস্থায় বাংলাদেশিসহ ১২টি দেশের ৬০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, আটকদের হয় নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে। তারা সবাই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন।