
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ভ্যেনু নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় আছে এডমন্টন এবং মন্ট্রীয়াল। ইতিমধ্যে ফিফার একটি দল ওইসব স্টেডিয়ামের সম্ভব্যতা যাচাইয়ে টরেন্টোতে পৌছেছে। তবে তালিকার চূড়ান্ত ঘোষনা পেতে অপেক্ষা করতে হবে চলতি বছরের শেষ সময় পর্যন্ত। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিতে যাচ্ছে।