যুক্তরাষ্ট্র
৫ কোটি ব্যারেল তেল ছাড় করবে যুক্তরাষ্ট্র

নন্দন নিউজ ডেস্ক: কৌশলগত জ্বালানি মজুত থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, তেলের মূল্য কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই তেল ছাড় করা শুরু হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাজ্যের কৌশলগত মজুতের সঙ্গে সমন্বয় করে তেল ছাড় করা হবে। ঋণ এবং বিক্রি হিসেবে এসব তেল ছাড় করা হবে। ওই কর্মকর্তা জানান, বিশ্বের বড় বড় তেল ভোক্তা দেশগুলোর সঙ্গে প্রথমবারের মতো সমন্বয় করে জ্বালানি ছাড় করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।