
করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ‘ইকোনোমি অফ দা ফিউচার’ নামে এই পরিকল্পনায় জোর দেয়া হয়েছে, মুদ্রাস্ফীতি হ্রাস, জীবনযাত্রার মানোন্নয়নের মতো ইস্যুতে। এছাড়াও জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায় তাতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।