কানাডা
তুমুল সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টরোন্টোর বোর্ড অব হেল্থের ভাইস চেয়ার, ক্রিস্টিন ওঅং ট্যাম

তুমুল সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টরোন্টোর বোর্ড অব হেল্থের ভাইস চেয়ার, ক্রিস্টিন ওঅং ট্যাম। আগামী মাসেই দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি। সম্প্রতি টরোন্টো সান পত্রিকায় একটি কলাম লেখেন তিনি। যেখানে উল্লেখ করেন, যারা টিকা নেননি তাদের মতো টিকা গ্রহিতারাও করোনার ভাইরাস ছড়াতে পারেন। এরপর বির্তকের মুখে পড়েন ট্যাম।