কানাডা
টানা বৃষ্টি এবং ভূমিধসের কারণে ব্রিটিশ কলাম্বিয়ার নিকোম্যান রিসার্ভ এলাকায় অন্তত ৫৩ জন আটকা পড়েছেন

টানা বৃষ্টি এবং ভূমিধসের কারণে ব্রিটিশ কলাম্বিয়ার নিকোম্যান রিসার্ভ এলাকায় অন্তত ৫৩ জন আটকা পড়েছেন। কর্তৃপক্ষ জানায় গেল ৭ দিন ধরে ভারী বৃষ্টিপাত চলছে ওই এলাকা। পানির তোড়ে সৃষ্ট ভূমিধসের কারণে ভেঙ্গে পড়ে নিকোম্যান রিজার্ভ এলাকার সংযোগ সেতু। এরপরই অবরুদ্ধ হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা।তাদের উদ্ধারে কাজ চলছে।