
এমি অ্যাওয়ার্ডসের ৪৯তম আসর জয় করলো, ফরাসি কমেডি ‘কল মাই এজেন্ট’ এবং ইসরায়েলি ড্রামা ‘তেহরান’।নিউইয়র্কে বসে নজরকাড়া আয়োজন। ক্রাইম থ্রিলার ‘দেস’- এর জন্য এমি পেয়েছেন ডেভিড টেনান্ট। অন্যদিকে অ্যাডাল্ট ম্যাটেরিয়ালের জন্য খেতাবটি ঝুলিতে ভরেছেন হ্যাইলি স্কুইরস। সেরা টিভি সিরিজের পুরষ্কার গেছে নরওয়ে’র ‘আটলান্টিক ক্রসিং’- এর ঘরে।