
লিওনেল মেসি নাকি জর্জিনিয়ো? কে হচ্ছেন ফিফার বর্ষসেরা ফুটবলার? এ নিয়ে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। রোনালদো-নেইমার-লেভানডোভস্কিসহ সেরাদের সবাই আছেন এই তালিকায়। এদিকে বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত সাতজনের তালিকায় আছে লিওনেল স্কালোনি, টমাস টুখেল ও রবার্তো মানচিনির নাম।