চীনযুক্তরাষ্ট্র

তাইওয়ানকে আমন্ত্রণ জানিয়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে: চীন

নন্দন নিউজ ডেস্ক: ১০৯টি দেশের সরকারের পাশাপাশি তাইওয়ানকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে বলে জানিয়েছে চীন। বুধবার চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনও আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করবে বেইজিং। আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলন আয়োজন করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। এতে চীন বাদ পড়লেও আমন্ত্রণ পেয়েছে তাইওয়ান। গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। বেইজিংয়ের দাবি অঞ্চলটির সরকার বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালাচ্ছে। বুধবার চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানকে অন্তর্ভুক্ত করা যুক্তরাষ্ট্রের একটি ভুল। তিনি বলেন, ‘(চীনের) এই অবস্থান স্পষ্ট এবং অটল। আমরা যুক্তরাষ্ট্রকে ‘এক চীন’ নীতি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ তবে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। এক মুখপাত্র বলেন, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো শক্তি হবে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button