কানাডা
আরও কার্যকর এবং যোগ্য ব্যক্তিদের দলের নেতৃত্বে আনার তাগিদ দিয়েছেন রক্ষণশীল নেতা এরিন ও’টুলে

আরও কার্যকর এবং যোগ্য ব্যক্তিদের দলের নেতৃত্বে আনার তাগিদ দিয়েছেন রক্ষণশীল নেতা এরিন ও’টুলে। বিরোধী এই নেতা বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রিসভার বিপরীতে রক্ষণশীল দলকেও একই ধরণের নেতৃত্ব গড়ে তুলতে হবে। এক ভাষণে দেয়া বক্তব্যে তিনি কানাডার বর্তমান মন্ত্রিসভাকে আদর্শিক মন্ত্রিসভা আখ্যা দিয়ে বলেন, এর বিরুদ্ধে কার্যকর নেতৃত্বের কোনো বিকল্প নেই।