যুক্তরাষ্ট্র
নিজস্ব মজুদ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি ছাড়বে যুক্তরাষ্ট্র

নিজস্ব মজুদ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি ছাড়বে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, বিশ্ববাজারে তেলের মূল্য কমাতেই এ সিদ্ধান্ত।বাইডেন প্রশাসন ঐ মজুদ থেকে প্রতিষ্ঠানগুলোর কাছে সীমিত লাভে তেল বিক্রি করবে। ডিসেম্বরের মাঝামাঝি, ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া শুরু করবে ওয়াশিংটন।