যুক্তরাষ্ট্র
ওহাইয়ো’র দুটি কাউন্টিতে মাত্রাতিরিক্ত ব্যাথানাশক ঔষধ সরবরাহের জন্য ৩টি চেইনশপকে দায়ী করলেন, যুক্তরাষ্ট্রের এক আদালত

ওহাইয়ো’র দুটি কাউন্টিতে মাত্রাতিরিক্ত ব্যাথানাশক ঔষধ সরবরাহের জন্য ৩টি চেইনশপকে দায়ী করলেন, যুক্তরাষ্ট্রের এক আদালত।মাইলফলক এই মামলার রায়ে বলা হয়- ওয়ালগ্রিনস বুটস অ্যালায়েন্স, সিভিএস এবং ওয়ালমার্ট নেশাজাতীয় ঔষধগুলো সরবরাহ করতো। আগামী শুনানিতে, দুটি কাউন্টিকে কি পরিমাণ ক্ষতিপূরণ দিবে কোম্পানিগুলো- সেটি নির্ধারণ করবেন আদালত।