
যুদ্ধ-সহিংসতায় ইয়েমেনে চলতি বছরই ৩ লাখ ৭৭ হাজারে পৌঁছাবে প্রাণহানি। এ প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি- UNDP। ২০৩০ সাল নাগাদ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রাণহানি ১৩ লাখ ছাঁড়াতে পারে। নিহতদের ৭০ ভাগই পাঁচ বছরের কম বয়সী শিশু। যাদের ৬০ শতাংশ ক্ষুধা, দারিদ্র্য এবং রোগ প্রতিরোধে ব্যর্থ হয়ে মৃত্যুবরণ করেছে।