নন্দন টিভি’র ৫ম বছর পদার্পণ উপলক্ষে সকলকে অগ্রীম শুভেচ্ছা

নন্দন নিউজ ডেস্ক: দর্শকের ভালোবাসা নিয়ে ৫ম বর্ষে পদার্পন করেছে উত্তর আমেরিকার জনপ্রিয় চ্যানেল নন্দন টিভি। “স্বদেশে প্রবাসে বিশ্বময়“এই স্লোগানকে সামনে রেখে কানাডার টরেন্টোতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নন্দন টিভি। শুরু থেকেই মানসম্মত অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মধ্যদিয়ে অল্প সময়ের মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে নন্দন টিভি। সংবাদের পাশাপাশি সময়ে সাথে নন্দন টিভিতে যুক্ত হয়েছে, নাটক, আবৃতি, সঙ্গীতানুষ্ঠান, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অনুষ্ঠান। যা বর্তমানে উত্তর আমেরিকার প্রবাসীদের যাপিত জীবনের অংশ হয়ে উঠেছে। এছাড়া, টরেন্টোতে উত্তর আমেরিকার সবচেয়ে বড় স্টুডিওতে চলছে নিত্য-নতুন অনুষ্ঠান তৈরীর মহাযজ্ঞ। এই চলার পথে নন্দন টিভি পরিবারের সাথে থাকায় সকল দর্শক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।