কানাডানন্দন টিভি
সফলতার ৫ম বছরে পা দিয়েছে নন্দন টিভি

সফলতার ৫ম বছরে পা দিয়েছে নন্দন টিভি। দিবসটি উপলক্ষে নতুন রঙে সেজেছে নন্দন। স্বদেশে প্রবাসে বিশ্বময় স্লোগানকে সামনে রেখে উত্তর আমেরিকায় বসবাসরত বাংগালীদের সংবাদ এবং বিনোদনের খোরাক মিটিয়ে চলেছে নন্দন টিভি। আমাদের এই চলার পথে সাথে থাকার জন্য সকল দর্শক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানায় প্রাণঢালা শুভেচ্ছা।