কানাডা
টরেন্টোতে বাংলা ভাষাকে সম্মান জানাতে তৈরী শহীদ মিনার শহরটির মেয়র জন টরির কাছে হস্তান্ত করা হয়েছে

টরেন্টোতে বাংলা ভাষাকে সম্মান জানাতে তৈরী শহীদ মিনার শহরটির মেয়র জন টরির কাছে হস্তান্ত করা হয়েছে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মেয়র বলেন, মাতৃভাষাকে সম্মান জানাতে করা এই মনুমেন্ট কেবল বাংগালী সম্প্রদায় নয় বরং বিশ্বের প্রতিটি মানুষের কাছে মূল্যবান। অনুষ্ঠানটি সম্প্রচার করছে নন্দন টিভি। এসময় বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।