কানাডা
দূর্যোগ যেন পিছু ছাড়ছেনা ব্রিটিশ কলম্বিয়ার

দূর্যোগ যেন পিছু ছাড়ছেনা ব্রিটিশ কলম্বিয়ার। কয়েকদিনের মধ্যে টানা তৃতীয় ঝড় এবং বন্যার মুখোমুখি প্রদশেটি। এবস্ফোর্ডের মেয়র হেনরি ব্রাউন জানিয়েছেন, নুকসাক নদীর পানি এবস্ফোর্ডে প্রবেশ করছে। এবার আগের চেয়েও বড় বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বন্যার আশঙ্কায় স্থানীয়দের সরিয়ে নেয়া হচ্ছে।