
সিরিয়ার বাস্তুচ্যুত মানুষদের জন্য এবার দেশটির ইদলিব প্রদেশে ‘নতুন শহর’ তৈরি করছে তুরস্ক। ওই অঞ্চলে ইতিমধ্যে ৩০ হাজার ঘর তৈরি হয়েছে। মোট ৫০ হাজার ঘর তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে তুরস্ক সরকার। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৬.২ মিলিয়ন মানুষ সিরিয়ার মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।