ভারত
সামাজিক মাধ্যম টুইটারের নতুন CEO হলেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন প্রযুক্তিবিদ পরাগ আগরওয়াল

সামাজিক মাধ্যম টুইটারের নতুন CEO হলেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন প্রযুক্তিবিদ পরাগ আগরওয়াল।প্রধান নির্বাহীর পদ থেকে টুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির পদত্যাগের পর এই দায়িত্ব পেলেন পরাগ।২০০৭ সালে প্রকৌশলী হিসেবে টুইটারে যোগ দেন পরাগ আগরওয়াল। সবশেষ প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।