
ব্যালন ডি অরে রেকর্ড সপ্তম বারের মত সেরা হলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।বার্সেলোনা ছেড়ে যাবার পর ক্লাব ফুটবলে আহামরি কোন কিছু না করলেও, জাতীয় দলকে দীর্ঘদিন পর এনে দিয়েছেন আন্তর্জাতিক কোন শিরোপা। প্যারিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাই তাকেই সেরা হিসেবে বেছে নেয় আয়োজকরা।