কানাডা
চলতি বছর খড়া এবং পানিশুন্যতার কারণে সাস্কাচুয়ানের বেশিরভাগ কৃষকই শস্য উতপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন না

চলতি বছর খড়া এবং পানিশুন্যতার কারণে সাস্কাচুয়ানের বেশিরভাগ কৃষকই শস্য উতপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন না। প্রদেশটির শস্য উতপাদনকারী সংস্থার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে গ্লোবাল নিউজ। এতে বলা হয় প্রদেশটির ৭৫ শতাংশ কৃষকই প্রয়োজনীয় শস্য উতপাদন করতে পারবেন না। ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে করা চুক্তি নিয়ে দেখা দিতে পারে জটিলতা।