চীনযুক্তরাষ্ট্র
এশিয়ার জলসীমায় চীনের দৌরাত্ব্য ঠেকাতে যুক্তরাষ্ট্র শেষ করলো মিত্রদের সাথে ১০ দিনের সামরিক মহড়া

এশিয়ার জলসীমায় চীনের দৌরাত্ব্য ঠেকাতে যুক্তরাষ্ট্র শেষ করলো মিত্রদের সাথে ১০ দিনের সামরিক মহড়া। ‘অ্যানুয়েল এক্স’ নামের প্রদর্শনীতে অংশ নিয়েছিলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’। এছাড়া, সক্ষমতা দেখায় বিভিন্ন দেশের ৩৫টি যুদ্ধজাহাজ এবং ডজন খানেক যুদ্ধবিমান।