
আফগানিস্তানের সাবেক নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে হত্যা অথবা গুম করেছে তালেবান। এমন ভয়াবহ তথ্য দিলো মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সময়ই তালেবান ৪ প্রদেশে ঘটায় এসব হত্যাকাণ্ড। অথচ, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকার, পুলিশ-সেনা এবং মার্কিন দোভাষীদের সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছিলো, দলটি। তারপরও, নিমর্ম পরিণতি বরণ করতে হয়েছে অনেককে।