যুক্তরাষ্ট্র
বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী যুক্তরাষ্ট্র

নন্দন নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র প্লাস্টিক বর্জ্য তৈরিতে বিশ্বে শীর্ষে। জরুরিভাবে তা রোধ করার জন্য একটি নতুন কৌশল প্রয়োজন। দেশটির ফেডারেল সরকারের কাছে জমা হওয়া একটি প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। ১৯৬০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্লাস্টিক বর্জ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে।
দেশটি এখন বছরে প্রায় ৪২ মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি করছে। এই হিসাবে আমেরিকার ব্যক্তিপ্রতি বর্জ্যরে পরিমাণ প্রায় ১৩০ কেজি।
মার্কিনিদের প্লাস্টিক বর্জ্য তৈরির এ পরিমাণ ইউরোপীয় ইউনিয়ের সম্মিলিত দেশগুলোর চেয়েও বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দি গার্ডিয়ান।