
আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষ সরিয়ে নেওয়ার অভিযান সম্পন্ন করেছে ফ্রান্স। আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, কাতারের সহায়তায় ২৫৮ জন আফগান, ফরাসি ১১ জন এবং ৬০ জন ডাচ নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ঝুঁকিতে থাকা আফগান নাগরিকসহ ফ্রান্সের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিরা রয়েছেন।