
দিয়েগো মারাদোনা, পেলে, রোমারিওরসহ ১০ নম্বর জার্সি পরতেন লিওনেল মেসি। কিন্তু পিএসজিতে মেসির গায়ে উঠেছে ৩০ নম্বর জার্সি। নেইমার অবশ্য তাকে ১০ নম্বর দেওয়ার প্রস্তাব দিলেও খুশিমনেই ৩০ নম্বর বেছে নিয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। আগে থেকেই পিএসজিতে ১০ নম্বর জার্সিটি পরছেন নেইমার।