
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের হুমকির মুখে আগামী ক্রিসমাস এর ছুটির আনন্দে ব্যাঘাত ঘটবে বলে মনে করছেন অনেক কানাডীয় নাগরিক। তারা এখনও নিশ্চিত নন ওমিক্রনের ফলে নতুনভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে কি না। তবে কানাডার বেশিরভাগ নাগরিক ভ্যাকসিন গ্রহণ করায় ওমিক্রনের প্রভাব কিছুটা কম হবে বলেও আশাবাদি অনেকেই।