
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন এক সৌদি নাগরিককে প্যারিস থেকে গ্রেফতার করেছে পুলিশ।খালেদ-আয়েদ-আল-ওতাইবি নামের ঐ ব্যক্তিকে ‘শার্ল দ্য গল’ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সৌদি সাংবাদিক খাশোগি হত্যায় জড়িত যে ২৬ জনকে পুলিশ খুঁজছে, খালেদ তাদের অন্যতম। ৩৩ বছর বয়সী এই ব্যক্তি সৌদি রাজপরিবারের রক্ষী ছিলেন।