
বুরুন্ডিতে এক কারাগারে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে কমপক্ষে ৩৮ কয়েদির। দগ্ধ অনেকে। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের; ধোঁয়ায় দমবদ্ধ হয়ে মারা গেছে বাকিরা। নিহতদের বেশিরভাগই বয়স্ক।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ভোরের দিকে ছড়িয়ে পড়ে আগুন।খবর পেয়ে দ্রুত হাজির হয় ফায়ার সার্ভিস কর্মীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।