
আফগানিস্তানে চলমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে এবারের শীতেই এক মিলিয়ন মানুষ মারা যেতে পারে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ এই হুঁশিয়ারি দিয়েছে। গ্রুপটি বলছে, চলমান সংকট এবং অনাহারে আফগানিস্তানে দুই দশকের যুদ্ধের চেয়ে বেশি মৃত্যু হতে পারে। দুর্ভিক্ষ এড়াতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরামর্শ দিয়েছে তারা।