কানাডা
আগামী ক্রিসমাসের ছুটির আগেই লিবারের সরকারের গুরুপূর্ণ দুটি বিল সংসদের পাশ হওয়া নিয়ে অনিশ্চায়তা দেখা দিয়েছে

আগামী ক্রিসমাসের ছুটির আগেই লিবারের সরকারের গুরুপূর্ণ দুটি বিল সংসদের পাশ হওয়া নিয়ে অনিশ্চায়তা দেখা দিয়েছে। ওই বিল দুটির মধ্যে সি-টু এবং নিউ লকডাউন বেনেফিট রয়েছে। ইতিমধ্যে ওই বিল দুটির বিরোধিতার ইঙ্গিত দিয়েছে কনজারভেটিভ এবং এনডিপি দল।