
অন্টারিও, কুইবেকসহ কানাডার বেশিরভাগ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া ওমিক্রনের হুমকির মুখে কানাডীয় নাগরিকদের জন্য বিদেশে ভ্রমণ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কানাডার শীর্ষ চিকিৎক ডাক্তার থেরেসা ট্যাম বলেছেন, ওমিক্রন পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এই মুহুর্তে বিদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।