রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ভয়ানক মূল্য দিতে হবে: বাইডেন

নন্দন নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটিকে ভয়ানক মূল্য দিতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।
বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি পুতিনকে এটা স্পষ্ট করে দিয়েছেন যে রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায়, তাহলে দেশটিকে ভয়ানক মূল্য দিতে হবে। দেশটিকে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।
গত সপ্তাহে পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ভার্চ্যুয়ালি কথা বলেন বাইডেন। ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুই নেতার মধ্যে এই আলাপ হয়।
এই আলাপ সম্পর্কে বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে একেবারে পরিষ্কার করে দিয়েছি…তিনি যদি ইউক্রেনের দিকে অগ্রসর হন, তাঁর দেশের অর্থনীতির জন্য পরিণতি হবে বিধ্বংসী।’
বাইডেন আরও বলেন, তিনি রুশ নেতাকে স্পষ্টভাবে বলেছেন যে ইউক্রেনে অনুপ্রবেশের ক্ষেত্রে বিশ্বে রাশিয়ার অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে।
তবে বাইডেন সাংবাদিকদের জানান, রাশিয়ার সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে ইউক্রেনে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনা কখনোই আলোচনায় ছিল না।
ইউক্রেনে আগ্রাসন চালাতে সীমান্ত এলাকায় রাশিয়া বিপুলসংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে বলে অভিযোগ কিয়েভের। যুক্তরাষ্ট্রও একই অভিযোগ করেছে।
গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, মস্কো জানুয়ারির শেষে সামরিক হামলার পরিকল্পনা করে থাকতে পারে।
ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর অঙ্গীকার করেছেন বাইডেন। তিনি বলেছেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন রাশিয়ার জন্য খুব কঠিন করে তুলবেন তিনি।