কানাডা
দি কানাডা রেভেনিউ এজেন্সি নিরাপত্তা শঙ্কায় অনলাইন সেবা বাতিল করেছে

দি কানাডা রেভেনিউ এজেন্সি নিরাপত্তা শঙ্কায় অনলাইন সেবা বাতিল করেছে। তারা জানায়, যে কোনো মুহুর্তে সাইবার হামলা হতে পারে এমন খবর পাওয়ার পর কেবল অফলাইন সেবা চালু রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ট্যাক্স দাতাদের কোনো তথ্য বেহাত হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।