
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি বলেছেন, দেশটিতে মোতায়েন বিদেশি সেনারা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরাক ত্যাগ করবে। তবে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশি সেনা ইরাকে মোতায়েন থাকবে। এরআগে গেল জুলাই মাসে যুক্তরাষ্ট্র জানায়, তারা ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে।