
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র দ্বীপ নিউ ক্যালেডোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। সহিংসতার প্রবল আশঙ্কার মধ্যে এই ইস্যুতে রোববার তৃতীয় ও চূড়ান্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। ‘না’ ভোট জয়ী হলে তা স্বাধীনতাকামীদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।