কোভিড-১৯
করোনার নতুন ভ্যারিয়েন্ট- ওমিক্রন মোকাবেলায় কার্যকর ফাইজারের পিল

করোনার নতুন ভ্যারিয়েন্ট- ওমিক্রন মোকাবেলায় কার্যকর ফাইজারের পিল। ওষুধ নিমার্তা প্রতিষ্ঠানটির দাবি, দু’হাজার ২৫০ জনের ওপর চালানো হয়েছে কোভিড পিল সেবনের পরীক্ষা। তাতে বেরিয়ে এসেছে, উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী এবং প্রবীণ করোনা আক্রান্তদের ক্ষেত্রে ৯০ শতাংশ পর্যন্ত মৃত্যুহার কমিয়েছে ওষুধটি। এটি ওমিক্রন মোকাবেলাতেও বেশ কার্যকর।