
বার্সলোনাকে হারিয়ে ম্যারাডোনা কাপ শিরোপা জিতল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। ম্যাচ ১-১ গোলে ড্র হলে, টাইব্রেকারে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় বোকা জুনিয়র্স।দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে লিড এনে দেন ফেরান জোগলা। ক ৭৭ মিনিটে ইজিকুয়েল জেবালোসের গোলে সমতায় ফেরে বোকা জুনিয়র্স। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।