
ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যে বহুল প্রত্যাশিত ম্যাচের তারিখ ঘোষনা করা হয়েছে। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এক ম্যাচের শিরোপা লড়াইটি। ম্যাচটির নাম দেওয়া হয়েছে ‘ফিনালিস্সিমা’। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও লাতিন আমেরিকার ফুটবলের সংস্থা কনমেবল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।