
কিলিয়ান এমবাপের গেল মৌসুমটা ব্যক্তিগতভাবে দারুণ কেটেছিল। গোলের পর গোল করার পাশাপাশি গড়েন কিছু রেকর্ডও। তবে তার দারুণ পারফরম্যান্সের প্রতিফলন নেই দলের ফলাফলে। অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্য পূরণ হয়নি। তাই ৪০ গোল করেও গেল মৌসুম নিয়ে হতাশার কথা জানিয়েছেন এমবাপে।