
ফরাসি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওমিক্রন এখন ইউরোপে ‘বিদ্যুৎ গতিতে’ছড়িয়ে পড়ছে এরইমধ্যে ফরাসি কর্তৃপক্ষ ফ্রান্সে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন বিশ্বের অন্তত ৮৯টি দেশে শনাক্ত হয়েছে। মাত্র তিনদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।