
ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ন্যটোকে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। যার মধ্যে থাকছে পূর্ব ইউরোপ ও ইউক্রেন ইস্যুতে যেকোনো সামরিক পদক্ষেপ না নিতে জোটটির পক্ষ থেকে নিশ্চয়তা। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো সাম্প্রতিক বছরগুলোতে যে অবস্থান নিয়েছে তা রাশিয়া ও এর আশেপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে জানানো হয়।