
ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় রাইর আঘাতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বিভিন্ন এলাকা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে তিন লাখের বেশি মানুষ। ফিলিপাইন কর্তৃপক্ষের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার পর্যটন দ্বীপ সিয়ারগাওতে তাণ্ডব চালায় রাই। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।